ভালোবাসার কীর্তি - ইমরান ইভান । কবিতা

 
Bangla Romantic Poems Collection

ভালোবাসার কীর্তি
- ইমরান ইভান


প্রিয়তমা শোন-
আমি শাহজাহানের মতো নিষ্ঠুর নই বলে
তোমার জন্য তাজমহল গড়ে দিতে পারি না।
শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কের অভাবে
তোমাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিতে পারি না!
আমাদের মাঝে কোনো দেয়াল চাই না বলে
আরেকটা চীনের প্রাচীর  নির্মাণ হচ্ছে না।
তোমার জন্য বুকের উপর বানাতে পারি পৃথিবীর দীর্ঘতম সেতু!
তোমাকে দিতে পারি মঙ্গল গ্রহে আলিশান একটা বাড়ি।
কুতুব মিনার থেকেও উঁচু আমার প্রেমের মিনার!

নানান জটিল পলিসির কারণে তোমার জন্য অনেক কিছুই করতে পারছি না।
আপাতত তোমার-আমার প্রেমের বন্ধনটা তৈরি করাই  আমার বড় চ্যালেঞ্জ!
তোমার জন্য এমন এক ভালোবাসার কীর্তি  গড়বো
যার দৈর্ঘ্য তোমার আমার এক জীবনের চেয়েও বড়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ